হিজলায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলকসভা

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা আগস্ট ২০২২ ০১:০০ অপরাহ্ন
হিজলায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলকসভা

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলকসভা করেছেন বরিশালের হিজলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ৪ আগস্ট সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। 


সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবন গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকাল আটটায় বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। দুপুরে সকল ধর্মীয় উপসানালয়ে দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া আগের দিন ১৪ আগস্ট সকাল দশটায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গাফফার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ সভা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।