প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৭
মাদারীপুরের কালকিনিতে ৪শ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রমজানপুর এলাকার কাটাখালি গ্রামের হালিম সরদারের ছেলে সোহাগ সরদার(২৮) ও পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের ৩নং ওয়ার্ডের রিয়াদ চৌকিদারে ছেলে সাব্বির(২৩)ওরফে সালমান চৌকিদার।
আজ সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ মামুনের নির্দেশনায় এসআই জাকির হোসেন মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রোববার রাতে ইয়াবা বিক্রিকালে সোহাগ সরদারকে ৪০০ শত পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজা বিক্রিকালে সাব্বির ওরফে সালমান চৌকিদারকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে তাদেরকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করে।