কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে বৃদ্ধকে ৬ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৯শে অক্টোবর ২০২৩ ০৮:৫৪ অপরাহ্ন
কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে বৃদ্ধকে ৬ মাসের কারাদন্ড

পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং এর দায়ে এক বৃদ্ধকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 


জানা যায়, উপজেলার জয়কুল (বড়বিড়ালজুরী) গ্রামের মৃত: মোবাশ্বের হাওলাদারের পুত্র অটোচালক রুহুল আমিন দুলাল (৬০) দীর্ঘদিন যাবৎ এলাকার ছোট ছোট মেয়ে ও গৃহবধুদের ইভটিজিং, কুপ্রস্তাব ও উত্যক্ত করে আসছে। 


এলাকার কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে রবিবার (২৯ অক্টোবর)বিকেলে কাউখালী থানার এস.আর মশিউর রহমান এর নেতৃত্বে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত তাকে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান। 


এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন, অভিযুক্ত দুলাল এর বিরুদ্ধে কাউখালী থানায় অভিযোগ রয়েছে।