রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলেকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে অক্টোবর ২০২৩ ০৮:৫৬ অপরাহ্ন
রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলেকে কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদী মা ইলিশ শিকার করার সময় অভিযান চালিয়ে দুইজন জেলেকে আটক করে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 



বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার বিষখালী নদীর নাপিতেরহাট এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার বাউতিতা গ্রামের মোঃ জব্বার আকনের ছেলে মো. হেলাল আকন (২৬) ও খানজে আলী ফরাজীর ছেলে মো. হানিফ ফরাজী (৬০)। বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। 



ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন। তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে দুই জন জেলেকে ১বছরের কারাদন্ড এবং ৪০০০ মিটার ঝাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ঝালের মূল্য আনুমানিক ৮০০০ হাজার টাকা হবে। এ সময় মৎস্য অফিসের কর্মকর্তা এবং এসআই আবুল কাসেম উপস্থিত ছিলেন।