শেরপুরের বহুল আলোচিত কবর থেকে কঙ্কাল চুরির ঘটনার সাথে জড়িত মূল হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে শেরপুর সদর থানা পুলিশ। দীর্ঘদিন থেকে এই অঞ্চলে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে আসছে। কিন্ত কেউ ধরা পড়েনি। মূল হোতাসহ এই চক্রকে ধরে আইনের আওতায় আনায় ভুক্তভোগীরা স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২৬ সেপ্টেম্বর ভোর রাতে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সামাজিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় জেলার নালিতাবাড়ি উপজেলা থেকে প্রথমে চারজন চোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বুধবার রাতে এ চুরির ঘটনায় মূল হোতাসহ দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন-নরসিংদি জেলার রায়পুর উপজেলার বালুয়াকান্দি গ্রামের আব্দুল আলীর ছেলে মো. সোহেল রানা (৩০) ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার পশ্চিম রাজদিয়া গ্রামের মনির হোসেন হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার (৩২)। তারা মূলত পুরান ঢাকা চকবাজার এলাকায় মেডিকেল কলেজের বিভিন্ন কেমিক্যাল ব্যবসার সাথে জড়িত।
এর আগে কঙ্কাল চুরির সঙ্গে সরাসরি জড়িত যে চারজনকে গ্রেপ্তার করা হয়, তারা হলেন-জেলার নালিতাবাড়ি উপজেলার রজনগর গ্রামের রমজান আলীর ছেলে গোলাম রাব্বানী (৫০), পশ্চিম রাজ নগর গ্রামের সৈয়দ আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫), সদর উপজেলার চান্দের নগর গ্রামের হাবিবরের ছেলে আব্দুর রহিম (৪২) ও নকলা উপজেলার মেদির পাড় গ্রামের আব্দুর রউফের ছেলে সোহেল রানা (৩৫)।
পুলিশ সুপার মোনালিসা বেগম জানান, প্রথমে গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে কেউ ভ্যান চালক, কেউ অটোচালক, আবার কেউবা মুদি দোকানদারসহ বিভিন্ন পেশায় জড়িত। তারা প্রতি কঙ্কাল ১০ হাজার টাকায় বিক্রির আশায় বিভিন্ন গ্রামের কবর থেকে কঙ্কাল চুরি করে মূল হোতাদের কাছে বিক্রি করে। পরে তারা কেমিক্যালের মাধ্যমে কঙ্কালগুলো পরিষ্কার করে মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তারসহ মেডিকেল কলেজের বিভিন্নজনের কাছে ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করে থাকে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফকরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল এবং অভিযান পরিচালনাকারী এসআই নাইমসহ গণমাধ্যমকর্মীরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।