মুজিবনগর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: সোমবার ৭ই আগস্ট ২০২৩ ০৪:১৪ অপরাহ্ন
মুজিবনগর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২ যুবক আটক

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যদের হাতে দুই বাংলাদেশী যুবক আটক হয়েছেন।


আটককৃতরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝেরপাড়া গ্রামের মৃত আয়ূব হোসেনের ছেলে এনামুল হোসেন (২৫) ও একই গ্রামের জামাল আলীর ছেলে হাবিবুল ইসলাম (২৩)।


গতকাল রবিবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৪ এর কাছে বাংলাদেশের ১০ হজ অভ্যন্তরে আনন্দবাস গ্রামের কাকডাঙ্গা মাঠের মধ্যে থেকে তাদের আটক করা হয়।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আওতাধীন মুজিবনগরের আনন্দবাস বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে বিজিবি’র একটি টহল টিম তাদের আটক করেন।


মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এঘটনায় রাতেই দুই যুবকের নামে পাসপোর্ট আইনের ১১(গ) ধারায় মামলা দেওয়া হয়েছে।


আজ সোমবার (৭ আগষ্ট) বেলা ১১ টার দিকে আটক দুই যুবককে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।