নওগাঁর ধামইরহাট ৪২বোতল ফেন্সিডিলসহ আল মাহমুদ দেওয়ান (৩০) ও আব্দুল আলিম (৫৮) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ভোরে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শরিবার ভোর রাতে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইউসুফপুর ব্রীজের পাশে অভিযান পরিচালনা করা হয়। এসময় জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে আল মাহমুদ দেওয়ান এবং ধামুইরহাট উপজেলার আজমপুর গ্রামের দফির উদ্দীনের ছেলে আব্দুল আলিমকে আটক করা হয়।
আটককালে তাদের নিকট থেকে ৪২বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একটি মটরসাইকেল ও একটি ইজিবাইকগাড়ী,দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন,ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।