হিলিতে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ২রা এপ্রিল ২০২৩ ০৬:৫৮ অপরাহ্ন
হিলিতে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (২০) কে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। 


আটক আসামি আরিফুল ইসলাম (২০) পার্শ্ববর্তী গাইবান্ধা জেলা সদরের পৌরসভাস্থ শাপলা মিল এলাকার জহুরুল হকের ছেলে। 


বিষয়টি থানা প্রেস ব্রিফিং এর মাধ্যমে শনিবার রাত দশটায় গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া।


ওসি আবু সায়েম মিয়া জানান, সীমান্তবর্তী হাকিমপুর হিলি থানাকে শতভাগ মাদক মুক্ত করতে মাদকদ্রব্য ওপর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 


তিনি জানান, গোপন সংবাদে জানতে গতকাল শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে একজন চোরাকারবারি হিলি সীমান্ত এলাকা থেকে হিলি- বোয়ালদাড় রাস্তা হয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য বহন করে নিয়ে যাচ্ছে। 


এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় হিলি বোয়ালদাড় বাজার সড়কের ব্রীজের উপরে আসামির গতিবিধি সন্দেহ ভাজন হওয়ায় পুলিশ তাকে আটক করে তল্লাশি করে। এসময় আসামির নিজ হেফাজতে থাকা ৯ গ্রাম হেরোইন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে হাতেনাতে আটক করে। আটক আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ দুপুরে দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।