নেত্রকোণার খালিয়াজুরী থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে।
খালিয়াজুড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার একটি চৌকস টিম গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাটে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো মদন পৌর এলাকার সেকান্দর মিয়ার পুত্র কবির মিয়া (২৬), সেকুল মিয়ার পুত্র পিয়াস মিয়া (২৫) এবং আবুল মিয়ার পুত্র ফরিদ (৩০)।
পরে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদলতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।