প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২২
সিরাজগঞ্জের সদরে ২০ লক্ষ টাকার হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- ১১ই ফেব্রুয়ারী সকাল ১০ঃ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জের সদর থানাধীন নিউমার্কেট এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার হেরোইন ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন, পাবনা জেলা ও চাপাইনবাবগঞ্জ জেলার, মোছাঃ সানিজদা বেগম (৩০) স্বামী-মোঃ আব্দুস সালাম, ও মোঃ হুমায়ুন কবির (৩৮) পিতা-মোঃ ইদ্রিস আলী।
আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, সিপিএসসি, সিরাজগঞ্জ, র্যাব-১২'র সিনিয়র সহকারি পুলিশ সুপার
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডা মোঃ এরশাদুর রহমান।