নওগাঁর রাণীনগরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাশ চন্দ্র ওরফে পলান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোর সাড়ে ৫টায় ভান্ডারগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ চন্দ্র ওরফে পলান উপজেলার গুঠনিয়া গোবিন্দপুর গ্রামের মৃত সুবল চন্দ্র প্রামানিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ভান্ডারগ্রাম বাজার এলাকায় মাদক বেচ-কেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাতে পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানে ভান্ডারগ্রাম বাজার এলাকায় রাস্তার তিন মাথার মোড় সংলগ্ন ব্রিজের উপর থেকে মাদক ব্যবসায়ী পলাশ চন্দ্র ওরফে পলানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পলানের বিরুদ্ধে থানায় মাদক মামলা করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।