র‌্যাব-৮’র অভিযানে বিপুল ইয়াবাসহ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১২ই ফেব্রুয়ারি ২০২২ ০৫:২৪ অপরাহ্ন
র‌্যাব-৮’র অভিযানে বিপুল ইয়াবাসহ মাদক কারবারী আটক

র‌্যাব-৮’র অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ শাওন মৃধা (২৯) নামে এক মাদক কারবারী আটক হয়েছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে তাকে আটক করেন র‌্যাব সদস্যরা। আজ বিকেলে র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৮ সিপিসি-২ এর করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে একটি টিম টহল ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন আলীপুর পাকিস্থান পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে রাজবাড়ী সদর থানার ভবানীপুর গ্রামের মোঃ হারুন মৃধার ছেলে মাদক কারবারী মোঃ শাওন মৃধাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৬টি এলইডি বৈদ্যুতিক বাল্ব এবং মাদক বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।


এ ঘটনায় আটককৃতকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।