ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাসহ ৪ জন সক্রিয় ডাকাত আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক লেফটেন্যান্ট এম ফজলুল হক এর নেতৃত্বে ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদী সংলগ্ন ভোলার চর এলাকায় ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত আব্দুল্লাহ বাহিনীর প্রধান আব্দুল্লাহ সহ ৪ জন সক্রিয় ডাকাতকে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা গোলা, ৪ টি বগি দা, ১ টি ইলেক্ট্রিক শক স্টীক এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ডাকাতদল ও জব্দকৃত আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।