প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় টেকনাফের সেন্টমার্টিন বিএন স্কুলের এক ছাত্রীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রায় দুই ঘন্ট বিক্ষোভ করে রাস্তাঘাট অবরোধ করে স্কুলের শিক্ষার্থীরা। পরে স্থানীয় পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। ১৭ নভেম্বর দুপুর ১২ টার দিকে স্কুলটির সামনে এ ঘটনা ঘটে।
শেফা আবু বক্কর ছিদ্দিকের কণ্যা ও সেন্টমার্টিন বি এন ইসলামিক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ ছেলে শহিদুল ইসলাম ওই ছাত্রীকে প্রায় ৬ মাস পূর্বে থেকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রীর পোস্ট দেওয়া সহ উত্ত্যক্তটি চরম আকারে ধারণ করে। এরই প্রেক্ষিতে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় আজ দুপুরে স্কুল শেষে টিফিনের জন্য বের হলে পূর্ব পরিকল্পিতভাবে ওতপেতে থাকা যুবকটি উপর্যুপরি ছুরিকাঘাতে করে।
মেয়েটির চিৎকারে স্থানীয় ও শিক্ষার্থীরা এগিয়ে আসলে ছেলেটি পালিয়ে যায়। সেই সাথে তাকে উদ্ধার করে প্রথমে সেন্টমার্টিন হাসপাতাল, পরে স্পীডবোট যোগে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
শিক্ষার্থীর চাচা মৌলানা মো. ছিদ্দিক জানান, ওই বখাটে যুবক প্রতিনিয়ত ইভটিজিং করে আসছে। এই ব্যাপারে একাধিকবার সালিশও করা হয়েছে। তারপরেও বেপরোয়া হয়ে আজকে হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাত করে।
স্কুলের প্রধান শিক্ষক মো. শাহজালাল সরকার জানান, ছেলেটা বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশও করা হয়েছে। সর্বশেষ ছাত্রীটি টিফিনে গেলে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। বর্তমানে ছাত্রীটি টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।