ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, কে এই যুবক?

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২১শে অক্টোবর ২০২২ ০৬:৪৯ অপরাহ্ন
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, কে এই যুবক?

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২১ অক্টোবর) হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন। 


গ্রেফতার ওই যুবকের নাম যুবক মো. শিহাব উদ্দিন। সে হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের মল্লিক বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। 


স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আহসান হাবিব জানান, বিল্লাল হোসেনের পুরো পরিবার জামায়াতের রাজনীতির সম্পৃক্ত। বিভিন্ন সময় শিহাব উদ্দিন আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করে থাকেন।


ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘ফেসবুকে লাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, মিথ্যা ও মানহানিকর কুরুচিপূর্ণ তথ্য প্রচার এবং আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টার অপরাধে মো. শিহাব উদ্দিনকে আটক করা হয়েছে। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।