বরিশালে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ২৬শে আগস্ট ২০২২ ০৭:৪৯ অপরাহ্ন
বরিশালে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল, ভেসাল জাল ও মাছ ধরা বড় চাই জব্দ করা হয়েছে।


উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা খাল ও বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে।


অভিযানে ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল, ১০ হাজার মিটার কারেন্ট জাল, কয়েকটি অবৈধ ভেসাল জাল ও মাছ ধরা বড় চাই জব্দ করা হয়।


পরে জব্দ করা অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল, কয়েকটি অবৈধ ভেসাল জাল ও মাছ ধরা বড় চাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।