নেত্রকোণায় বিজিবি’র অভিযান ১০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: শুক্রবার ২৬শে আগস্ট ২০২২ ০৭:৪৬ অপরাহ্ন
নেত্রকোণায় বিজিবি’র অভিযান ১০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ধর্মপাশা উপজেলার রংপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা মূল্যের চোরাচালানকৃত ৪টি ভারতীয় মহিষ আটক করেছে। 


    নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া শুক্রবার সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পাশ^বর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহেষখোলা বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসি’র নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ টিম শুক্রবার ভোর রাতে সীমান্ত পিলার ১১৮৮/১-এস হতে আনুমানিক ১ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪টি ভারতীয় মহিষ জব্দ করে। 


জব্দকৃত ৪টি মহিষের সিজার মূল্য ১০ লক্ষ টাকা। জব্দকৃত এ সকল মালামাল নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।