পিরোজপুরের কাউখালী সদরের মানিক মিয়া কিন্টারগার্ডেনের সম্মুখে উপজেলা দক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘরের জানালার গ্রিল ভেঙে ঘরের ভিতরে ঢুকে চোর চক্র আলমারি ভেঙ্গে নগদ তিন লক্ষ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
ঘরের মালিক আব্দুস সালাম জানান, এ সময় তারা ঘরে ছিলেন না। এই সুযোগে চোর চুরি করে নিয়ে যায়। কাউখালী থানা অফিসার ইনচার্জ বনি আমিন জানান, চুরি হওয়ার কথা শুনেছি সাঁড়াশি অভিযান করে চোর ধরা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।