কাউখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৬শে আগস্ট ২০২২ ০৬:১৮ অপরাহ্ন
কাউখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

পিরোজপুরের কাউখালী সদরের মানিক মিয়া কিন্টারগার্ডেনের সম্মুখে উপজেলা দক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের বাসায় দুর্ধর্ষ চুরি  হয়েছে ।


 জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘরের জানালার গ্রিল ভেঙে  ঘরের ভিতরে ঢুকে চোর চক্র আলমারি ভেঙ্গে নগদ তিন লক্ষ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। 


ঘরের মালিক আব্দুস সালাম জানান, এ সময় তারা ঘরে ছিলেন না। এই সুযোগে চোর চুরি করে নিয়ে যায়। কাউখালী থানা অফিসার ইনচার্জ বনি আমিন জানান, চুরি হওয়ার কথা শুনেছি সাঁড়াশি অভিযান করে চোর ধরা হবে।