র‌্যাব-৮’র অভিযানে গাঁজা উদ্ধার, আটক ৩ কারবারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ৮ই আগস্ট ২০২২ ০৬:১৯ অপরাহ্ন
র‌্যাব-৮’র অভিযানে গাঁজা উদ্ধার, আটক ৩ কারবারী

র‌্যাবের অভিযানে তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। আজ সোমবার র‌্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব জানায়, র‌্যাব-৮ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাংগা বাসস্ট্যান্ড এলাকায় চেক পোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। মাদক কারবারীরা ওই স্থান থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে মাদক নিয়ে যাচ্ছিল। এ সময় মাদক কারবারী কুমিল্লা জেলা লাকসাম থানাধীন আউশপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদ মজুমদারের পুত্র মোঃ ফয়সাল, একই থানাধীন কামড্ডা গ্রামের মৃত আবদুল হাকিম মজুমদারের পুত্র  মোশারফ এবং বরিশাল জেলার গৌরনদী থানাধীন নলচিড়া গ্রামের মোঃ ইউনুস খলিফার পুত্র মোঃ আলামিনকে আটক করেন তারা।


আটককৃত মাদক কারবারীদের কাছ থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ৮টি সীমকার্ড জব্দ করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা ফরিদপুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে বলে স্বীকার করে।


এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে ভাংগা থানায় মামলা দায়ের করেছে।