নওগাঁর মহাদেবপুর থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে ৬ যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বুধবার সকাল ১০টায় র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মাতাজীহাটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রফতারকৃতরা হলেন, উপজেলার রাইগাঁ গ্রামের অমল মহন্তের ছেলে উজ্জ্বল মহন্ত (২৪), একই গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে রুহুল আমীন (২৬), কুসুমশহর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা(৩২), হরিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মেহেদি হাসান (৩২), কৃষ্ণপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে মেহেদি ইসলাম (৩০) এবং খিরশিন গ্রামের মজিবর রহমানের ছেলে সোলায়মান আলী (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মাসুদ রানা ও কোম্পানী উপ-অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে রাতে মাতাজীহাটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে ৬ যুবককে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে সিপিইউ ৬টি, হার্ড ডিস্ক ৯টি, মনিটর ৬টি, মাউস ৬টি, বিভিন্ন ক্যাবল ৬টি, কী-বোর্ড ৬টি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আজম উদ্দিন মাহমুদ বলেন, পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে ৬ যুবককে গ্রেফতার করেছে র্যাব। থানায় র্যাবের পক্ষ থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে দায়ের করা হয়েছে। তাদের আদলতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।