দেবীদ্বারে ৪৮ বোতল ফেনসিডিল মাদক ব্যাবসায়ী রনি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: শুক্রবার ১২ই আগস্ট ২০২২ ০৬:৩০ অপরাহ্ন
দেবীদ্বারে ৪৮ বোতল ফেনসিডিল মাদক ব্যাবসায়ী রনি গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী অভিযানে  মাদক বহনকালে ৪৮ বোতল ফেন্সিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার দুপুরে আসামির  বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই মোঃ সালাউদ্দিন শামীম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কাবিলপুর গ্রামস্থ আনসার ক্যাম্পের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের উপর থেকে কুমিল্লা জেলার কোতয়ালী থানার উত্তর কালিয়াজুরি গ্রামের মোঃ মোস্তফা কামালের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সোহরাব হোসেন রনি(৩৮)কে গ্রেফতার করে।


পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 


এবিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর বলেন, মাদকের সাথে কোনো আপোষ হবেনা, যারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং যারা মাদক সেবন করবে সকলকে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।