মাদকবিরোধী কমিটির আড়ালে মাদকেরই ব্যবসা!

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৪ঠা মার্চ ২০২২ ০৬:০০ অপরাহ্ন
মাদকবিরোধী কমিটির আড়ালে মাদকেরই ব্যবসা!

নওগাঁর মান্দা উপজেলার সতিহাট ঋষিপল্লীতে মাদকবিরোধী একটি কমিটি আড়ালেই শুরু হয়েছে জমজমাট মাদকের কারবার। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি আবারো সক্রিয় হয়েছে উঠেছে এ পল্লীর চিহ্নিত মাদক কারবারিরা। এদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা চলছে।


এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় ইউএনও আবু বাক্কার সিদ্দিক ওই পল্লীতে অভিযান চালিয়ে মাদকবিরোধী কমিটির সভাপতি জিতেন্দ্রনাথ চন্দ্র ঋষিকে (৪৫) গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।


অন্যদিকে মাদকের কারবার ও সেবন বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে ওই পল্লীর ‘শ্রীরামপুর যুব উন্নয়ন ক্লাব’ নামে মাদকবিরোধী আরেকটি সংগঠন। আগামীকাল শনিবার বেলা ১১টায় পল্লীতে মাদকবিরোধী সমাবেশেরও আয়োজন করেছে সংগঠনটি।


পল্লীটির বাসিন্দারা জানান, সতিহাট ঋষিপল্লীতে চোলাইমদ তৈরি, সেবন ও বিক্রি বন্ধে ২০১৬ সালে ‘শ্রীরামপুর যুব উন্নয়ন ক্লাব’ নামে মাদকবিরোধী একটি কমিটি গঠন করা হয়। মান্দা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনের নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে মিলন চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক পদে লক্ষণ চন্দ্র মন্ডল দায়িত্ব পান।  


এ কমিটির তৎপরতায় ওই ঋষিপল্লীতে চোলাইমদ তৈরি বন্ধ হয়ে যায়। সেবনসহ অন্যান্য মাদক বিক্রিও নেমে আসে শুন্যের কোটায়। সম্প্রতি পল্লীর চিহ্নিত কতিপয় ব্যক্তি মাদকবিরোধী আরেকটি কমিটি গঠন করেন। এ কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় চিহ্নিত মাদক কারবারি জিতেন্দ্রনাথ ঋষিকে। এরপর আবারো শুরু হয় মাদকের কারবার।


শ্রীরামপুর যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মিলন চন্দ্র মন্ডল জানান, একসময় বিভিন্ন এলাকা থেকে লোকজন মাদক সেবন কিনতে এ পল্লীতে আসতেন। সেসময় মাদকসেবীদের রাতদিন বেপরোয়া চলাচল ও হট্টগোল লেগেই থাকত পল্লীজুড়ে। পুলিশ, ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের অভিযানে তটস্থ থাকতেন পল্লীর বাসিন্দারা।


তিনি আরও বলেন, মাদকবিরোধী কমিটি গঠন হওয়ার পর পল্লীতে মাদক তৈরি বন্ধ করে দেওয়া হয়। কমিটির সদস্যদের তৎপরতায় মাদক ব্যবসা ছেড়ে এরই মধ্যে অনেকেই বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করছেন। কিন্তু পল্লীতে আলাদা মাদকবিরোধী কমিটি গঠনের পর আবারো শুরু হয় মাদকের ব্যবসা। এদের বিরুদ্ধে মাদকের অসংখ্য মামলা রয়েছে।


শ্রীরামপুর যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র মন্ডল বলেন, ঋষিপল্লীতে চোলাইমদ তৈরি বন্ধসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবসা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার পল্লীর বাসিন্দাদের নিয়ে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে।


এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, সতিহাট ঋষিপল্লীতে মাদক সেবন ও বিক্রি বন্ধ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। মাদকবিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সতিহাট ঋষিপল্লীতে মাদকের কারবার বন্ধ ছিল। যদি আবারো সেখানে মাদকের কারবার চলে তাহলে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।