নড়াইলের চিত্রা নদী খননে বাধা দিয়ে এসকাভেটর চালককে কুপিয়ে জখম করেছে এক পুলিশপুত্র। আহত চালক উজ্জল মোল্যা (১৬) বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার পিঠে এবং হাতে কুপিয়েছে কামরুজ্জামান নামের নদীপাড়ের এসআই হাফিজুর রহমানের ছেলে। এসআই হাফিজুর নড়াইল পুলিশ ফাঁড়িতে কর্মরত।
এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেছেন।
জানা গেছে, নড়াইলের চিত্রা নদীর ধোন্দা থেকে মাইজপাড়া অংশের খনন চলছে। নদীপাড়ের ধোন্দা এলাকায় এসআই হাফিজুরের বাড়ির কয়েকটি গাছ নদী থেকে তোলা মাটিতে ঢেকে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে হাফিজুরের ছেলে কামরুজ্জামান মাটি কাটার কাজে এসকাভেটর এর সহযোগী উজ্জলকে কয়েকজন সঙ্গী নিয়ে প্রথমে মারধর করে, পরে দা দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই কামরুজ্জামান পালিয়ে যায়। আহত উজ্জলের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তার বাবার নাম নাজির মোল্যা। সে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে নদী খননের কাজ করছে।
আহত উজ্জল মোল্যার অভিযোগ, আমারে এসকাভেটর বন্ধ করে নেমে আসার পরে আমারে কিলঘুসি মারে কামরুল, এরপর পেছন দিক থেকে কুপিয়েছে।
এদিকে ছেলের হাতে মার খাওয়া উজ্জলকে দেখতে হাসপাতালে আসা এসআই হাফিজুর রহমান বলেন, 'আমার ছেলে অন্যায় করেছে। আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমি সহযোগিতা করব। '
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল সেন জানান, 'সরকারিভাবে চিত্রা নদী খননের কাজ চলছে। এ কাজে বাধা দিয়ে একজন কর্মীকে কোপানো হয়েছে। আমরা মামলা দায়ের করে আইনি সহায়তা চাই। '
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান জানান, সরকারি কাজে বাধা বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের তরফে মামলা করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। '
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।