https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এসকাভেটর চালককে কুপিয়ে জখম করল পুলিশপুত্র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মার্চ ২০২২, ১:৮

শেয়ার করুনঃ
এসকাভেটর চালককে কুপিয়ে জখম করল পুলিশপুত্র

নড়াইলের চিত্রা নদী খননে বাধা দিয়ে এসকাভেটর চালককে কুপিয়ে জখম করেছে এক পুলিশপুত্র। আহত চালক উজ্জল মোল্যা (১৬) বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার পিঠে এবং হাতে কুপিয়েছে কামরুজ্জামান নামের নদীপাড়ের এসআই হাফিজুর রহমানের ছেলে। এসআই হাফিজুর নড়াইল পুলিশ ফাঁড়িতে কর্মরত।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জানা গেছে, নড়াইলের চিত্রা নদীর ধোন্দা থেকে মাইজপাড়া অংশের খনন চলছে। নদীপাড়ের ধোন্দা এলাকায় এসআই হাফিজুরের বাড়ির কয়েকটি গাছ নদী থেকে তোলা মাটিতে ঢেকে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে হাফিজুরের ছেলে কামরুজ্জামান মাটি কাটার কাজে এসকাভেটর এর সহযোগী উজ্জলকে কয়েকজন সঙ্গী নিয়ে প্রথমে মারধর করে, পরে দা দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই কামরুজ্জামান পালিয়ে যায়। আহত উজ্জলের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তার বাবার নাম নাজির মোল্যা। সে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে নদী খননের কাজ করছে।

আহত উজ্জল মোল্যার অভিযোগ, আমারে এসকাভেটর বন্ধ করে নেমে আসার পরে আমারে কিলঘুসি মারে কামরুল, এরপর পেছন দিক থেকে কুপিয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এদিকে ছেলের হাতে মার খাওয়া উজ্জলকে দেখতে হাসপাতালে আসা এসআই হাফিজুর রহমান বলেন, 'আমার ছেলে অন্যায় করেছে। আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমি সহযোগিতা করব। '

নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল সেন জানান, 'সরকারিভাবে চিত্রা নদী খননের কাজ চলছে। এ কাজে বাধা দিয়ে একজন কর্মীকে কোপানো হয়েছে। আমরা মামলা দায়ের করে আইনি সহায়তা চাই। '

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান জানান, সরকারি কাজে বাধা বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের তরফে মামলা করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। '

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালে তরমুজ চুরি রুখতে গিয়ে কৃষক নিহত

বরিশালে তরমুজ চুরি রুখতে গিয়ে কৃষক নিহত

বরিশালের বাকেরগঞ্জে তরমুজ ক্ষেতে চুরি বন্ধ করতে গিয়ে স্থানীয় বখাটে যুবকদের হামলায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোররাত পৌনে ৪টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায়। কুদ্দুস হাওলাদার ছিলেন স্থানীয় আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তার মামাতো ভাই মো.

হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ জন গ্রেফতার

হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ২৮ মার্চ শুক্রবার পুলিশের সাঁড়াশি অভিযানে চুরি হওয়া নগদ অর্থ, সিম ও মিনিট কার্ডসহ ৪ জন চোরকে আটক করা হয়েছে। খট্রামাধবপাড়া ইউনিয়নের মংলাবাজারে একটি গার্মেন্টস ও টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত চোররা হলেন, মংলা এলাকার আফতাবের ছেলে জহুরুল আলম (২১),

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি: নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গহনা-টাকা লুট

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি: নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গহনা-টাকা লুট

টাঙ্গাইলের ভূঞাপুরে গত বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের বেড়ার টিন কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ঘরের আলমারি ভেঙে তিন বোন ও মায়ের রাখা গহনা সহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে চার লক্ষ টাকা লুট করে নিয়ে

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ২৩ মার্চ রবিবার রাত ০৩.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা অধীনে কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মোঃ রয়েল (৩০) কে ৩ বোতল ফেনসিডিল সহ আটক করেছে। তার পিতা মৃত ছাকাত আলী। তিনি আগে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে একাধিক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। নবাবগঞ্জ থানার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনারের এলাকা থেকে ৪০ পুরিয়া হেরোইন ও দৌলতদিয়া মহাসড়কের খানকা শরিফের সামনে হতে অপর আরেকজনকে ২০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হেরোইনসহ গ্রেফতারকৃত তরুণ ফরিদপুর জেলার কোতোয়ালী থানার তাইজ্জুদ্দিন মাতব্বর ডাঙ্গী গ্রামের শহিদুল খানের ছেলে সাইফুল খান (২৩)। ইয়াবাসহ অপর আরেক তরুণ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া