রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দৌলতদিয়া বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদককারবারীরা হলো, রাজবাড়ী জেলার ভবানীপুর এলাকার স্বামীঃ মো. রুবেল মন্ডল এর স্ত্রী মোছাঃ রত্না খাতুন (৫০) ও দৌলতদিয়া বাজার এলাকার মৃতঃ রশিদ বেপারীর ছেলে বিপ্লব বেপারী (৪৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার রাতে দৌলতদিয়া বাজার এলাকায় বিপ্লব এর বাড়ীর উঠানের উপর থেকে
তাদেরকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আটককৃত মাদককারবারীদের কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবারে দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।