https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দোনলা বন্ধুকসহ ছিনতাইকারী আটক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ১:৩৩

শেয়ার করুনঃ
দোনলা বন্ধুকসহ ছিনতাইকারী আটক

যাত্রীবেশে ছিনতাই চক্রের তিন সদস্যকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম। গতকাল রবিবার রাত সোয়া ২টায় নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী জেলেপাড়া ব্রিজের কাছ থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, দুটি এলজি এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সংবাদ সম্মেলনে র‌্যাবের চট্টগ্রাম জোনের প্রধান লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এই তথ্য জানিয়েছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোবাসে তুলে জিম্মি করে ছিনতাই করতো এই চক্রটি। এর আগে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছিল। সবমিলিয়ে সেই চক্রের মোট ৯ সদস্যকে গ্রেপ্তার করতে পেরেছে র‌্যাব-ডিবি। এখনো চক্রের আরো একজন সদস্য পলাতক আছে।

সোমবার গ্রেপ্তার তিনজন হলো সরোয়ার হোসেন মনু (৩৪), মো. রিপন (৩২) এবং তাসলিমা বেগম (৩৬)। র‌্যাবের দাবি, মনু এই চক্রের মূলহোতা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

র‌্যাব কর্মকর্তারা বলছেন, এই চক্রের ছিনতাইয়ের ধরণ হচ্ছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে মাইক্রোবাস। ভেতরে বসা থাকে আরো কয়েকজন। গন্তব্যে পৌঁছাতে সাধারণ কেউ আরোহী হলেই বিপত্তি ঘটে। মহাসড়কে নির্জনে পৌঁছার পর ভেতরে বসা যাত্রীদের স্বরূপ বেরিয়ে পড়ে। পেশাদার ছিনতাইকারীরা ওই যাত্রীকে জিম্মি করে কেড়ে নেয় টাকা-মোবাইল, ব্যাংকের কার্ড। বিকাশ নম্বর থাকলে ট্রান্সফার করে নেয় টাকা। শুধু সম্পদ নয়, অনেকসময় কেড়ে নেয় প্রাণও।

র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে মনু ঢাকা-মাওয়া সড়কেও একই কায়দায় ছিনতাইয়ের কথা জানিয়েছে। তার বিরুদ্ধে হত্যা-পর্নোগ্রাফিসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১০টি মামলা আছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এর আগে, গত ১২ জানুয়ারি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম ও বন্দর শাখা যৌথভাবে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। এরা হলো শাহ আলম আকন (৩২), আবুল কালাম (৪৭), জাকির হোসেন সাঈদ (৩৬), মো. আল আমিন (২৯), মিজানুর রহমান (৫৩) এবং নাহিদুল ইসলাম ওরফে হারুন (৩১)।

র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তাসলিমা বেগম ডিবির হাতে গ্রেপ্তার মিজানুর রহমানের স্ত্রী। চক্রের ১০ সদস্যের মধ্যে এখন তাসলিমার ভাই শামছুল শুধু পলাতক আছে বলে জানিয়েছেন ছয় জনকে গ্রেপ্তারে নেতৃত্ব দেওয়া নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি-পশ্চিম) নোবেল চাকমা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গোয়েন্দা কর্মকর্তা নোবেল চাকমা বলেন, ‘আমরা শাহ আলম, কালাম, জাকির ও আল আমিনকে গ্রেপ্তার করেছিলাম। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে রিপন ও মনুর সম্পৃক্ততার কথা জানিয়েছিল। এ ছাড়া তাদের চক্রের আরেক সদস্য শামছুর কথা বলেছিল। শামছু এখনও পলাতক।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

মুগদায় গ্রীন মডেল টাউনে ডাকাতি: চারজন আহত, টাকা ও স্বর্ণালংকার লুট

মুগদায় গ্রীন মডেল টাউনে ডাকাতি: চারজন আহত, টাকা ও স্বর্ণালংকার লুট

রাজধানীর মুগদা এলাকার গ্রীন মডেল টাউনের একটি আবাসিক ভবনে গত রোববার (৬ এপ্রিল) গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চারটি ফ্ল্যাটে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে, এবং এতে ভবনটির দুই ফ্ল্যাট মালিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা ছিল গুরুতর।  গ্রিন মডেল টাউন সোসাইটির সাধারণ সম্পাদক এজাজ খান জানান, রাত ৩টার দিকে ওই ভবনের মালিক হুমায়ূন

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া রেলস্টেশনে রাজধানী আবাসিক হোটেল হতে মো. সবুজ বেপারী (২৭) কে অপহরণ করার ঘটনায় ৩ জন অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপহৃত যুবক পাবনা জেলার  সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে।  অপহরণের দায়ে গ্রেফতারকৃত আসামি ৩ জন হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড আইনুদ্দিন বেপারী পাড়া

বরিশালে কচুরিপানায় লাশ উদ্ধার, রহস্য উন্মোচন ॥ দুই আসামী গ্রেফতার

বরিশালে কচুরিপানায় লাশ উদ্ধার, রহস্য উন্মোচন ॥ দুই আসামী গ্রেফতার

বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর দ্রুত তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. হাসান প্যাদার বেতনের টাকা ও মোবাইল ফোনের লোভেই তাকে হত্যা করা হয়েছে। হাসান বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরিতে

দৌলতদিয়ায় হেরোইন সহ গ্রেফতার কারবারী

দৌলতদিয়ায় হেরোইন সহ গ্রেফতার কারবারী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদককারবারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মো. মাদার কাজীর ছেলে মোঃ হায়াত কাজী (২২)।   থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা  সঙ্গীয় ফোর্স সহ শনিবার রাত ১১ টার দিকে

মৌলভীবাজারে সন্তানের হাতে খুন হলেন বাবা!

মৌলভীবাজারে সন্তানের হাতে খুন হলেন বাবা!

মৌলভীবাজারের শ্যামেরকোনা গ্রামে এক মর্মান্তিক পিতৃহত্যার ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে জন্মদাতা বাবা মুসলিম মিয়াকে (৪৭) নির্মমভাবে হত্যা করেছে তারই ছেলে মুন্না মিয়া (২৩) ও মেয়ে মুন্নি আক্তার (২১)। ঘটনাটি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে ঘটেছে। প্রাথমিকভাবে জানা যায়, সন্ধ্যায় পারিবারিক বিরোধের এক পর্যায়ে মুন্নি আক্তার ও মুন্না মিয়া তাদের বাবাকে দা দিয়ে কুপিয়ে