প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১:৯
র্যাব-৮ এর অভিযানে ৪৪৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারী আটক হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী সদর থানাধীন ভবদিয়া গ্রাম থেকে তাকে আটক করে র্যাব-৮ সিপিসি-২ এর একটি টিম। আজ সন্ধ্যায় র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৮ সিপিসি-২ এর একটি টিম টহল ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন ভবদিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে মৃত ইয়াছিন সরদারের পুত্র মোঃ আলাউদ্দিন সরদার (৬৬) কে আটক করে র্যাব। আটককৃত আলাউদ্দিনের হেফাজতে থাকা ৪৪৭ বোতল ফেন্সিডিল ও মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করেন তারা।
এ ঘটনায় আটককৃতকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।