টাঙ্গাইলে র্যাবের অভিযানে সদর থানার রাবনা বাইপাস এলাকা হতে শনিবার (০৮ জানুয়ারি) সকালে শিপন মিয়া ও শাওন খন্দকার নামে দুই যুবককে ১১ কেজি গাজাঁসহ হাতেনাতে আটক করে । গ্রেফতারকৃত দুই যুবকের বাড়ি কুমিল্লা জেলার তাল পট্রি এলাকার সালাউদ্দিন ফারুেেকর ছেলে মোঃ শিপন মিয়া (২০),ও কুমিল্লা সদর দক্ষিন এলাকার আঃ আলম খন্দকারের ছেলে মোঃ শাওন খন্দকার (২০)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,র্যাবের একটি আভিযানিক দল তার নেতৃত্বে ০৮ জানুয়ারি শনিবার সকাল ০৬.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার সদর থানার রাবনা বাইপাস এলাকায় নাহার গার্ডেন ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ শিপন মিয়া,ও মোঃ শাওন খন্দকার এর কাছ থেকে ১১ (এগার) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করে।
আসামীদ্বয়কে উদ্ধারকৃত গাঁজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় যে, বহুদিন ধরে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।