বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে অবস্থীত বিআই ডব্লিউ টিএ লঞ্চঘাট এলাকায় নৌ থানার সামনে পার্কিংয়ের স্থানে বসে প্রতিদিন ছোটো খাটো গাঁজা ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ক্রয়ে ও বিক্রয়ের নির্ভর স্থান হিসাবে পরিনত হয়েছে। আর নিরভ ভুমিকায় প্রশাসন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ৮ থেকে ১২ বছর বয়সী কিশোর কিশোরী ছেলে ও মেয়েরা প্রকাশ্যে গাঁজা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করেন। এসময় উপস্থিত সংবাদকর্মীদের দেখে পালিয়ে যায় ছেলে ও মেয়েরা।
স্থানীয় সুত্রে জানা যায়, রসুলপুর এলাকার এক যুবকের নেতৃত্বে ছোটো ছোটো ছেলে ও পথচারী মেয়েদের দিয়ে সাপ্লাই দিচ্ছে গাঁজা। এসময় উপস্থিত জনতা বলেন, পথশিশু বায়েজিদ (সাদা বায়েজিদ) রাকিব ওরফে ছোটো রাকিব, তবলা, বাচ্চু ওরফে (চায়না বাচ্চু) গান ওয়ালাসহ একাধিক ছেলে ও পথচারী মেয়েরা আলফা, অটো, লঞ্চ স্ট্যাফসহ স্থানীয়দের কাছে সন্ধ্যা হলেই গাঁজা ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, বাবা-মা হারা পথশিশুদের র্টাগেট করেন মাদক ব্যবসায়ীরা। তাদেরই দিয়েই লঞ্চ এলাকায় চলছে মাদক বানিজ্য। তবে প্রশাসন কঠোর ভাবে ভূমিকা নিলে হয় তো মাদক ব্যবসায়ীদের হাত থেকে এই কোমলমতি শিশুরা রেহাই পেতে পারে। ঘটনা স্থানে যুথীর সাথে দেখা হলে বলেন, আমি এখন আর মাদক বিক্রয়ের সাথে জড়িত নয়। আমার স্বামীর অসুস্থতার জন্য আমি ঢাকায় হাসপালের স্বামীকে নিয়ে ছিলাম এই মাত্র এখানে আসছি।
অভিযুক্ত রিফাতের মুঠোফোনে কল দিলে বলেন, ভাই আমি আপনাদের সাথে দেখা করবো আপনারা নিউজটা করবেন না। অন্যদিকে লক্ষ করা গেছে, নগরীর লঞ্চঘাট থেকে শুরু করে ভাঙ্গারীর দোকান গুলোতে থাকা পথশিশুরা গাঁজা, হেরোইন, ফেনসিডিল, সিসা, ড্যান্ডি, ইয়াবা, পেথিড্রিন ইত্যাদি মাদকে আসক্ত। এসব মাদকদ্রব্য গ্রহণের কারণে তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে। ঝরে পড়ছে শিক্ষা থেকে।
নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমি এধরণের কোনো অভিযোগ বা তথ্য আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে কোতয়ালী থানার উপ-পুলিশ কমিশনার বলেন, বিষয়টি আমারা খতিয়ে দেখবো। তিনি আরো বলেন, কোন মাদক ব্যবসায়ী আমাদের হাত থেকে রেহাই পাবে না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।