বরিশালে এক কেজি গাঁজা সহ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ১০ই অক্টোবর ২০২১ ১২:৩০ অপরাহ্ন
বরিশালে এক কেজি গাঁজা সহ মাদক কারবারী আটক

এক কেজি গাঁজাসহ মোঃ শরীফ মাহাবুব শরীফ (৪২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন এয়ারপোর্ট থানা এসআই মোঃ সাইদুল ইসলাম। আটককৃত মাহাবুব শরীফ মাধবপাশার বীরপাশা এলাকার মোঃ আলী হোসেনের পুত্র। 


আজ রবিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এয়ারপোর্ট থানার এসআই মোঃ সাইদুলের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাধবপাশা এলাকায় অভিযান চালান। এসময় ওই এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহাবুব শরীফকে আটক করে পুলিশ এবং তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে ০৯ অক্টোবর ২০২১ খ্রিঃ রাত ২০ঃ১৫ ঘটিকায়, এয়ারোর্ট থানার এসআই মোঃ সাইদুল হক এর নেতৃত্বে, একটি চৌকস টিম  মাদবপাশা ইউনিয়ন বীরপাশার মাহাবুব শরীফ এর বসতঘরে অভিযান পরিচালনা করেন।


পুলিশ জানায়, আটককৃত আসামী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে উদ্ধারকৃত গাঁজা বিক্রির জন্য ঢাকার নারায়নগঞ্জ থেকে এনেছিল। এ ঘটনায় আটককৃতকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।