প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০:৫৩
উখিয়ার কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্পের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫। র্যাব সুত্র জানায়,৩০ আগষ্ট দিবাগত রাতে উক্ত এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের কয়েকজন মাদক কারবারি অবস্থান করছেন,এমন খবর পেয়ে এ অভিযানে নামেন কক্সবাজারস্থ র্যাব-১৫'র একটি অভিযানিক দল।
এতে র্যাব-১৫'র হাতে আটকরা হলো নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির ৬ নং ওয়ার্ডের সেহের আলীর ছেলে আবদুর রশিদ(৩১) কক্সবাজার সদরের ঝিলংজা ইউপির৯ নং ওয়ার্ডের মুন্সী বিল এলাকার জালাল আহমদের ছেলে আল মাহমুদ ওবায়েদ(২৪), একই ইউপির ৮ নং ওয়ার্ডের ঘাট পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে মোঃআবদুল্লাহ(২২) ও উখিয়ার ক্যাম্প-'১৫'র ২ নং এইচ ব্লকের মকবুল আহমদের ছেলে জামাল উদ্দিন(২৪)।
জব্দ ইয়াবা ও ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করতঃ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কক্সবাজার-১৫'র উপপরিচালক(মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী।