প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ২৩:৩৯
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও জড়িত এক রোহিঙ্গা চোর গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যায় উখিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলার রাজাপালং ইউপির ৫নং ওয়ার্ডের উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর হতে মোঃ আলম (২৫) কে গ্রেফতার করে।সে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ব্লক-বি এর মীর আহমদের ছেলে।এসময় তার নিকট থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ।