পত্নীতলায় ২০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বুধবার ২৫শে আগস্ট ২০২১ ০৮:৪৬ অপরাহ্ন
পত্নীতলায় ২০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

নওগাঁর পত্নীতলায় আমবোঝাই একটি মিনি ট্রাকে ২০০ পিস ফেনসিডিলসহ  ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নজিপুর- সাপাহার সড়কের মামুদপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বানেশ্বরি পশ্চিম পাড়া এলাকার মোঃ রেজাউল শেখ'র ছেলে মোঃ সোহাগ শেখ (২২) এবং  গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার কসাইগাতি গ্রামের কারিনুর ইসলাম এর ছেলে জাহিদ হাসান (৩৮)।


থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সাপাহার থেকে মিনি ট্রাকে করে আম নিয়ে পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মামুদপুরে পৌছালে পুলিশ মিনি ট্রাকটিতে থামিয়ে তল্লাশী করে। এসময় ট্রাকের উপর রাখা আমের বস্তার নিচে একটি আলাদা বস্থায় ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মিনি ট্রাকের চালক সোহাগ শেখ ও জাহিদ হাসানকে আটক করা হয়।


পত্নীতলা থানার অফিসার ইনচার্জ  ( ওসি ) শামসুল আলম শাহ্ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি আমবোঝাই মিনি ট্রাকসহ ওই দুইজনকে আটক করা হয়। এসময় মিনি  ট্রাকে তল্লাশী করে ২০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা আম ব্যবসার আড়ালে মাদক ব্যবসার জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকদের আগামীকাল সকালে আদালতে সোপর্দ করা হবে।