নেত্রকোনার সদর উপজেলার সাতপাটি গ্রামের চাঞ্চল্যকর কৃষক মতি হত্যা মামলার প্রধান আসামী ওয়াসিম মিয়াকে (৩০) ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাব-১৪ এর অধিনায়ক এম শোভন খান জানান, চলতি বছরের ১১ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামের কৃষক মতি মিয়াকে (৪৫) একই গ্রামের ওয়াসিম ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর পরই হত্যা মামলার আসামীরা গাঁ-ঢাকা দেয়। এ ঘটনাটি নিয়ে বেশীর ভাগ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিষয়টি র্যাবের দৃষ্টিতে আসে। তারা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ একটি টিম মঙ্গলবার ভোর রাতে ঢাকা লালবাগ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামী ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে। এর আগেও র্যাব অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর এজাহার নামীয় আসামী লিমন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওয়াসিম মিয়াকে বিকেলে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।