প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১৭:৬
র্যাব-৮ এর অভিযানে ১৭৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে রাজবাড়ী সদর থানাধীন আলাদীপুর গ্রাম থেকে তাকে আটক করেন সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
আজ শুক্রবার (১৩) আগস্ট সকালে র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার আলাদীপুর গ্রামে অভিযান চালায় র্যাব-৮ সিপিসি-২ এর একটি টিম। এ সময় ওই এলাকা থেকে মোঃ মোজাহার শেখ এর পুত্র মোঃ রাকিব শেখ (২৯) কে আটক করে। পরবর্তীতে তার হেফাজতে থাকা ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তারা।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।