প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ১:৫৫
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোষ্টে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ ২জনকে আটক করেছে বিজিবি।
৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বৃহস্পতিবার বিকালে জানান, বুধবার (৪আগস্ট) রাত ৮টার দিকে রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্য কর্তৃক নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী টয়োটা হাইয়েস একটি মাইক্রোবাস থামানো হয়।
এতে লকডাউনে গাড়ী চলাচল নিষেধ থাকায় রোগী সেজে একজনকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছিল।
চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা রোগীকে দেখে সন্দেহ হওয়ায় গাড়ীতে বিস্তারিত তল্লাশী করা হয় এবং এক পর্যায়ে গাড়ীর এসির পাইপের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য ৬১ লাখ টাকা। পরবর্তীতে আটককৃত আসামীদ্বয় টেকনাফ উত্তর ডেইলপাড়ার আবুল কালামের ছেলে আব্দুল কুদ্দুস (২৯), মোঃ নুরু মিয়ার ছেলে নুরুল আমীন (৩২) কে জব্দকৃত মাদকদ্রব্য নিয়ে নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় সোপর্দ করা হয়েছে।