প্রকাশ: ১ আগস্ট ২০২১, ২২:১৩
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। শনিবার দিবাগত রাতে উখিয়া থানা পুলিশের এসআই আল আমিনের নেতৃত্বে একটি অভিযানিক দল সদরের সিকদার বিল গ্ৰামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় ১২শ পিস ইয়াবাসহ সিকদার বিল গ্ৰামের জমির হোসেনের পুত্র সৈয়দুল আমিন(৩২) কে হাতেনাতে গ্ৰেফতার করতে সক্ষম হয় ।
আটক ইয়াবা কারবারীকে মাদক আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ।