কলাগাছের সাথে এ কেমন শত্রুতা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ৩১শে জুলাই ২০২১ ০৫:৩৭ অপরাহ্ন
কলাগাছের সাথে এ কেমন শত্রুতা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে এক কৃষকের কলা বাগানের ২১৫ টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামে।



জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাইকেরছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি হামিদুল ইসলামের কলা বাগানের ২১৫ টি কলা গাছ কে বা কারা রাতের আধারে কেটে রেখে পালিয়ে যায়।



ক্ষতিগ্রস্ত কৃষক হামিদুল ইসলাম জানান, কলা বাগান করার জন্য তিনি ২ বিঘা জমি ৩ বছরের জন্য লিজ নেন। এজন্য জমির মালিককে প্রতি বছর ৪০ মণ ধান দিতে হবে। ওই জমিতে তিনি ৭২৫টি কলা গাছের চারা রোপন করেন। 



বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা সেই বাগানের ২১৫ টি কলা গাছ কেটে ফেলে। এতে তিনি আর্থিক ভাবে বড় রকমের ক্ষতির আশঙ্কা করছেন। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করার কথা জানান তিনি।



সংশ্লিষ্ট ইউপি সদস্য আবু হোসেন জানান, কলা গাছ কাটার ঘটনা সত্য। কেউ শত্রুতা করে হামিদুলের কলা বাগানের ক্ষতি সাধন করেছে।



উপজেলা কৃষক লীগ আহ্বায়ক ডা. ফরহাদ হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। দ্রুত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তিনি।



ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।