টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে মাদক ও জাল ষ্ট্যম্পসহ আটক-৬

নিজস্ব প্রতিবেদক
মির্জা শহিদুজ্জামান দুলাল, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
প্রকাশিত: শুক্রবার ৩০শে জুলাই ২০২১ ০৬:৫৪ অপরাহ্ন
টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে মাদক ও জাল ষ্ট্যম্পসহ আটক-৬

টাঙ্গাইলে র‌্যাবের তিনটি পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও জাল সরকারি রাজম্ব ষ্ট্যম্পসহ ও মাদক বিক্রির নগদ টাকা সহ ৬ আসামিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।




র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান জানান, শুক্রবার (৩০ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন লাউহাটি গ্রামে অভিযান পরিচালনা করে ওই এলাকার  মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আবির হোসেন (২২), ও মাঃ ময়নাল হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২২) এর কাছ থেকে ৪২৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ১৩,৫০০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে।



  

একই সময়ে টাঙ্গাইল জেলার সদর থানাধীন পশ্চিম আকুর টাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই এলাকার মৃত- কদম আলীর ছেলে  মোঃ ফিরোজ মিয়া ওরফে টাইগার ফিরোজ (৩০) ও মৃত- ইমাম হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৫১), এর কাছ থেকে  ৬ (ছয়) গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ টাকা ১৮,০০০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।




অপরদিকে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন মাইলজানি গ্রামে অভিযান পরিচালনা করে ওই এলাকার সৈয়দ মিরাজ হোসেন শুভ (৩২), মোঃ শাহজাহান মিয়া (৪৪) এর কাছ থেকে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগানো ১৩,৬৮০ প্যাকেট নিউ ডালিম বিড়ি এবং নগদ ৭,৪০০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে।




র্যাব জানায়, আটককৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা এবং হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। 



এছাড়াও সরকারকে ফাঁকি দিয়ে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে নিউ ডালিম বিড়ি ক্রয়-বিক্রয় করে আসছে বলে জিজ্ঞাবাদে তারা জানায়।



আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর, নাগরপুর, এবং দেলদুয়ার থানায় মামলা দায়ের করা হয়েছে।