নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ডালিম হোসেন (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রার সাড়ে ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মহাকাল নামক মাঠের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত ডালিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলামপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর উপজেলার মহাকাল মাঠের তিন রাস্তার মোড়ের দিকে একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে আসিতেছে। এমন তথ্যের ভিত্তিতে তিন রাস্তার মোড়ের চেকপোষ্ট পরিচালনা করে র্যাবের সদস্যরা।
চেকপোষ্ট পরিচালনার একটি সবুজ রংয়ের ব্যাটারী চালিত তিন চাকা বিশিষ্ট ভ্যান ঘটনাস্থলে আসলে থামাতে সংকেত দেন র্যাবের সদস্যরা। এ সময় র্যাবকে দেখতে পেয়ে ভ্যান থেকে নেমে ডালিম হোসেন কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করেন।
এরপর তার শরীরের তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন করিব জানান, আজ ( শুক্রবার) সকালে থানায় র্যাবের পক্ষ মামলা করা হয়েছে। আসামী ডালিম হোসেনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।