
র্যাব-৮ এর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০:৮

রাজবাড়ী জেলার ধুলদী জয়পুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এ সময় মাদক ব্যবসায়ী সেলিম শেখ (২৭)’র কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা। এ ঘটনায় আটককৃতকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-২ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার বিকেলে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি টিম ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানাধীন ধুলদী জয়পুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে রাজবাড়ী সদর থানাধীন ধুলদী জয়পুর গ্রামের মোঃ সিদ্দিক শেখ এর পুত্র মোঃ সেলিম শেখ (২৭)কে আটক করে এবং তার কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় র্যাব বাদী হয়ে আটককৃত সেলিমকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।


