বাংলাদেশের লকডউন শিথিল করার খবরে অবৈধ পথে ভারত থেকে আবারো মানুষ আসা শুরু করেছে। বৃহস্পতিবার অবৈধ পারাপারের সময় বিজিবি ৬ জনকে আটক করেছে।
সকাল সাড়ে আটটার দিকে ৩ জন ভারত থেকে প্রবেশ করার সময় মহেশপুর ৫৮ বিজিবির হাতে আটক হয়।
আটককৃতরা হচ্ছে, মাদারিপুর জেলার রাজৈর থানার বদরপাশা গ্রামের মৃত চান মিয়া মাতব্বরের ছেলে মোঃ আসাদুল মাতব্বর (৩৫), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার চিত্রাপাড়া গ্রামের সোলাইমান খানের ছেলে মোঃ রাকিবুল খান (৩২) ও একই গ্রামের মোঃ মিনহাজ হাওলাদারের ছেলে মোঃ এনায়েত হোসেন (৩৫)। মহেশপুর ৫৮
বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেতবাড়ীয়া গ্রামের মাঠ থেকে উল্লেখিত ৩ জনকে আটক করা হয়। তারা অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে।
এদিকে মহেশপুরের মাটিলা গ্রাম থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদি মিয়াবাড়ী গ্রামের মনজুর মিয়ার স্ত্রী মিনু বেগম (৩২) সাথে তার মেয়ে বৃষ্টি আক্তার (১৩) কে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়। ৬ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।