প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ২৩:৪
কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবা নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের নুরুল আবছার ও এক রোহিঙ্গাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় উখিয়া ডিগ্রী কলেজের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের পশ্চিম পাড়ার জাফর আলমের ছেলে নুরুল আবছার রনি (২০) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১২'র ব্লক-জে-১৬ এর তৈয়বের ছেলে মোহাম্মদ আয়াস (২২)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার উখিয়া ডিগ্রী কলেজ গেইটের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। তাদের সঙ্গীয় আরেকজন পালিয়ে যায়। পরে আটককৃতদের তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এদিকে স্থানীয় সুত্রে প্রকাশ পালিয়ে যাওয়াদের মধ্যে ঘুমধুমের শিকদার আলীর ছেলে পেশাদার ইয়াবা কারবারি বাপ্পী ও মোঃহোছাইন ও মৃত সুলতান আহমদের(মরফি সুলতান) ছেলে মনজুর আলম রয়েছে।তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত।
প্রশাসনের আছড় না লাগায় নির্বিঘ্নে ঘুমধুম সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ইয়াবা ও স্বর্ণ কারবারে সক্রিয় ছিল।গোয়েন্দা তদন্ত করলে ইয়াবা ও স্বর্ণ পাচারের অজানা তথ্য বেরিয়ে আসবে বলে স্থানীয় সচেতন মহলের অভিমত।