প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ৩:১৪
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় চেকপোস্ট স্থাপন করে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।মঙ্গলবার (১৩ জুন) সকালে র্যাব-১৫ এর সদস্যরা উখিয়ার পালংখালী বাজারে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত মাদক কারবারি টেকনাফের হোয়াইক্যংয়ের আব্দুল জাব্বারের পুত্র মামুনুর রশিদ (২২)।এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।