রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে। জব্দ করেছে আরও ৬ হাজার ২৮০ টাকা ও কয়েক সেট তাস ।
শুক্রবার (২৫ জুন) দুপুর সারে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট সংলগ্ন ছাত্তার মেম্বার পাড়ায় এ অভিযান চালায়। এ সময় সেখানকার রানা স্টোর নামক একটি দোকানের পেছনে সংঘবদ্ধভাবে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রাজ্জাক মন্ডল (৪৮), লিটন মোল্লা (৩০),মুক্তার মন্ডল (৪৬),গেদা মন্ডল (৬০),নজরুল বিশ্বাস (৩৫),রুবেল শেখ (২২),সামাদ সরদার (৩২),চাঁদ মিয়া সরদার (৩৫) এবং সেকেন মোল্লা (৫৫)।এরা সকলেই দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, জুয়া খেলার মাধ্যমে তারা আইনত অপরাধ করেছেন। তাছাড়া এ ধরনের জুয়া খেলার কারনে জুয়াড়ীদের পরিবারে অশান্তি লেগেই থাকে।
তিনি আরো বলেন, জুয়ার টাকা জোগার করতে তারা অন্যান্য অপরাধের দিকে ধাবিত হচ্ছে। সমাজকে কলুষিত করছে। আটককৃতদের আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।