গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামে ভেজাল চিটাগুড় তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মাহমুদ আল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস ছালাম মিয়া।
১৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামে ভেজাল চিটাগুড় তৈরির কারিগর আব্দুল হামিদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল হামিদ পালিয়ে যায়।
এ সময় উপস্থিত আব্দুল হামিদের স্ত্রী সাহেদা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ভেজাল চিটাগুড় তৈরির উপকরণ নোংড়া পানি, চিনি, নালী, জ্যারিকেন, কড়াইসহ অন্যান্য উপকরণ ধংস করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।