নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিছামারার বড়ুয়া পাড়ার সুনিল বড়ুয়ার বাড়ির সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার অনুমান মূল্য ৬০ হাজার টাকা।
আটককৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিছামারা এলাকার হাকিম আলীর পুত্র আলমগীর(২৪) ও একই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র হাসেম উদ্দিন(৪৬)।
ইয়াবাসহ আটককৃত দুই শীর্ষ ইয়াবা কারবারিদের ছুরিকাঘাতে দুই পুলিশ অফিসার আহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে পুলিশ। সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।