https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মাদারীপুরে নির্বাচনী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭, আহত ২০

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২১, ১৮:৫২

শেয়ার করুনঃ
মাদারীপুরে নির্বাচনী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭, আহত ২০

মাদারীপুরের শিবচরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কথাকাটাকাটির জের ধরে এ সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এক চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর ও সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন বেপারীর মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। করোনা সংক্রমণের কারণে স্থগিত হওয়া ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের আতিকুর রহমান মাদবর ও মনোয়ার হোসেন বেপারী দু’জনই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের আঁকনকান্দি গ্রামের একটি রাস্তায় আতিক মাদবরের সমর্থক মিরাজ আঁকন ও মনোয়ার বেপারীর সমর্থক তুষার বেপারীর সাথে ইউপি নির্বাচন নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায় তুষার বেপারী মিরাজ আঁকনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলা হয়। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। কয়েক দফা সংঘর্ষে মাহবুবুর রহমান (৩৮), এসকান বেপারী (৪০), কাউসার বেপারী (৩৭), আ. রাজ্জাক মাদবর (৬৫), ওবায়দুল বেপারীসহ ৭ জন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন বেপারীসহ শাহাদাৎ বেপারী, কাদির বেপারী, আলমগীর বেপারীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এমদাদুল হক রাসেল বলেন, রাতে সংঘর্ষে আহত কয়েকজন রোগী হাসপাতালে এসেছে। এর মধ্যে ৭ জন রোগী গুলিবিদ্ধ ছিল। আহতদের চিকিৎসা চলছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজুল হোসেন বলেন, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

মুগদায় গ্রীন মডেল টাউনে ডাকাতি: চারজন আহত, টাকা ও স্বর্ণালংকার লুট

মুগদায় গ্রীন মডেল টাউনে ডাকাতি: চারজন আহত, টাকা ও স্বর্ণালংকার লুট

রাজধানীর মুগদা এলাকার গ্রীন মডেল টাউনের একটি আবাসিক ভবনে গত রোববার (৬ এপ্রিল) গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চারটি ফ্ল্যাটে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে, এবং এতে ভবনটির দুই ফ্ল্যাট মালিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা ছিল গুরুতর।  গ্রিন মডেল টাউন সোসাইটির সাধারণ সম্পাদক এজাজ খান জানান, রাত ৩টার দিকে ওই ভবনের মালিক হুমায়ূন

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার

গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া রেলস্টেশনে রাজধানী আবাসিক হোটেল হতে মো. সবুজ বেপারী (২৭) কে অপহরণ করার ঘটনায় ৩ জন অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপহৃত যুবক পাবনা জেলার  সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে।  অপহরণের দায়ে গ্রেফতারকৃত আসামি ৩ জন হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড আইনুদ্দিন বেপারী পাড়া

বরিশালে কচুরিপানায় লাশ উদ্ধার, রহস্য উন্মোচন ॥ দুই আসামী গ্রেফতার

বরিশালে কচুরিপানায় লাশ উদ্ধার, রহস্য উন্মোচন ॥ দুই আসামী গ্রেফতার

বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর দ্রুত তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. হাসান প্যাদার বেতনের টাকা ও মোবাইল ফোনের লোভেই তাকে হত্যা করা হয়েছে। হাসান বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরিতে

দৌলতদিয়ায় হেরোইন সহ গ্রেফতার কারবারী

দৌলতদিয়ায় হেরোইন সহ গ্রেফতার কারবারী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদককারবারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মো. মাদার কাজীর ছেলে মোঃ হায়াত কাজী (২২)।   থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা  সঙ্গীয় ফোর্স সহ শনিবার রাত ১১ টার দিকে

মৌলভীবাজারে সন্তানের হাতে খুন হলেন বাবা!

মৌলভীবাজারে সন্তানের হাতে খুন হলেন বাবা!

মৌলভীবাজারের শ্যামেরকোনা গ্রামে এক মর্মান্তিক পিতৃহত্যার ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে জন্মদাতা বাবা মুসলিম মিয়াকে (৪৭) নির্মমভাবে হত্যা করেছে তারই ছেলে মুন্না মিয়া (২৩) ও মেয়ে মুন্নি আক্তার (২১)। ঘটনাটি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে ঘটেছে। প্রাথমিকভাবে জানা যায়, সন্ধ্যায় পারিবারিক বিরোধের এক পর্যায়ে মুন্নি আক্তার ও মুন্না মিয়া তাদের বাবাকে দা দিয়ে কুপিয়ে