নওগাঁর মহাদেবপুর থেকে নারায়নগঞ্জের উদ্যেশে ট্রাকে করে যাওয়া এসিআই কোম্পানির ১৩ টন চিনিগুড়া প্রিমিয়াম সুগন্ধি আতব চাল নিয়ে নিখোঁজ হয় এক প্রতারক চক্র। ঘটনার তিনদিন পর জেলার মহাদেবপুর উপজেলার ভাই ট্রান্সপোর্ট এর মালিকের ভাই সুশান্ত কুমার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ট্রাক নিখোঁজের ১৬দিন পর সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে রংপুর জেলার গঙ্গাচড়া বাজারস্থ মেসার্স নাঈম ট্রেডার্স এর গোডাউন থেকে ৮ হাজার ৯৪০ কেজি চাল উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশ। এসময় দুই প্রতারককে আটক করে মামলা দিয়ে মঙ্গলবার (৪ মে) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- বগুড়া জেলার শেরপুর থানার সদর হাসড়া গ্রামের মৃত বাদুল্লা মন্ডলের ছেলে হেলাল উদ্দিন মন্ডল (৪৬) ও রংপুর জেলার গঙ্গাচড়া থানার গৃয়েরপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার মহাদেবপুর উপজেলার ভাই ট্রান্সপোর্ট এর মালিক সুব্রত চক্রবর্তী ওরুফে অশোক। তার প্রতিষ্ঠানটি উপজেলার শিবগঞ্জ মোড়ে অবস্থিত। তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন থেকে সুনামের সহিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ট্রাক ভাড়া করে মালামাল পরিবহণ করেন। মহাদেবপুরের সরস্বতীপুর ‘এসিআই ফুডস লিমিটেড (রাইস ইউনিট)’ এর সঙ্গে গাড়ি সরবরাহের চুক্তি আছে।
গত ১৮ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে শামীম হোসেন নিজেকে ট্রাক চালক পরিচয় দিয়ে তার কাছে জানতে চান কোন ট্রিপ (ভাড়া) আছে কিনা। জবাবে তিনি ট্রিপ নাই বলে জানান। পরপর ভিন্ন নম্বর থেকে তিনবার তাকে ফোন দেয়া হয়। শেষবার দুপুর ১২টার দিকে ফোন দিয়ে আবারও অনুরোধ করা হয় তারা ঢাকা থেকে প্লাস্টিকের মাল নিয়ে এসেছিল।
আবারও ফিরে যাবে। তবে ট্রাক ফাঁকা না নিয়ে কোনকিছুর ট্রিপ নিয়ে যেতে চান। মহাদেবপুরের নওহাটা মোড়ে তারা অপেক্ষা করছে।
এর কিছুপর সুব্রত চক্রবর্তী তাদের জানায় এসিআই কোম্পানির সুগন্ধি চাল আছে যা নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাজারে যাবে। পরে ১১ হাজার টাকায় চুক্তি হয়। ট্রাকে মালামাল উঠিয়ে কাগজপত্র সবকিছু সম্পূর্ন করে দুপুর ২টার দিকে তারা নারায়নগঞ্জের উদ্যেশে রওয়ানা দেয়। কোম্পানির ম্যানেজার জাকির হোসেন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে রাস্তায় যানজটের মধ্যে আছে বলে জানায়।
নির্দিষ্ট সময়ের মধ্যেও তারা গন্তব্যে না পৌছায় সন্দেহ হয়। পরে ২১ এপ্রিল সুব্রত চক্রবর্তীর ছোট ভাই সুশান্ত কুমার বাদী হয়ে চালক হাবিবুর রহমান ও হেলফার শামীম হোসেন সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে থানায় থানায়
সাধারন ডায়েরী করেন।
পুলিশি অভিযানে সোমবার (৩ মে) দুপুর ২টার দিকে বগুড়া থেকে হেলাল উদ্দিন মন্ডলকে আটক করে। তার দেয়া তথ্যমতে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে রংপুর গঙ্গাচড়া থেকে লেবু মিয়াকে আটকসহ গঙ্গাচড়া বাজারে একটি গোডাউন থেকে ৮ হাজার ৯৪০ কেজি চাল উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান চালানো হয়। গোপন সংবাদে হেলাল উদ্দিন মন্ডলকে আটক করা হয়।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১