গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুনীর মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে। এই মামলা দায়েরের পর সোমবার আনভীরের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত।
তবে দেশের জনপ্রিয় ব্যাবসায়ীক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড তাদের একটি প্রতিবেদনে বাংলাদেশ এয়ারপোর্ট এভিয়েশন সিকিউরিটি এ্যান্ড পুলিশের কর্মকর্তার বিরাত দিয়ে দাবি করেছে, 'গতকাল সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে একটি কার্গো বিমানে করে সায়েম সোবহান আনভীর ঢাকা ত্যাগ করেছেন।'
এদিকে মামলার তদন্তের স্বার্থে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন মঞ্জুর করেছে মুখ্য মহানগর হাকিম।