মাস্ক, স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচারের দায়ে সৌমিক আহমেদ সিদ্দিকী (৪২) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়
এসময় তার কাছে থাকা ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার ও মাদক পরিবহনে প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের এক সদস্যকে আটক করা হয়।
বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় মাস্ক/স্যানিটাইজার সাপ্লাইয়ের নামে মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচার করে আসছিলেন তিনি।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।